সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান পতনে চলছে লেনদেন। এদিন শুরুতে উত্থান থাকলেও কিছুক্ষণ উত্থানের মাত্রা কিছুটা হ্রাস পায়। রোববার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৭৫ কোটি টাকা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, স্বাধীনতার পর প্রায় ৪৮ বছর চলে গেছে। এই ৪৮ বছরে দেশের অর্থনীতির বেশিরভাগ খাতের সূচক ইতিবাচক ধারায় এগিয়ে যাচ্ছে। বিগত চার বছর ধরে দেশের অর্থনীতিতে জিডিপি সাত দশমিকের ওপরে এবং এর মধ্যে সাত দশমিক ৯ শতাংশও হয়েছে। চলতি বছরে বাজেটে জিডিপি ধরা হয়েছে আট দশমিক দুই শতাংশ। গত বছরের চেয়ে রফতানি আয় অনেকটা বৃদ্ধি পেয়েছে। কিন্তু পুঁজিবাজার দেশের অর্থনীতির উন্নয়নের সঙ্গে কোনোমতে এগোচ্ছে না। বরং পুঁজিবাজার অর্থনীতির উন্নয়নের বিপরীতমুখী অবস্থানে রয়েছে। বাজারের এ অবস্থা কোনোমতে কাম্য নয়। বাজারের এ দৈন্যদশা অর্থাৎ অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে বাজারকে এগিয়ে নিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্টরা। আবার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি প্রধানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন তদন্ত কর্মকর্তা নিয়োগ করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, ছোট ছোট কোম্পানিগুলোকে অসৎ উপায়ে বাজারে অন্তর্ভুক্ত করেছে। আসলে এটি কতটুকু সত্য বা মিথ্যা সেটাই দেখার বিষয় বলেও মনে করছেন তারা।

এদিকে, আজকের দুপুরের বাজার বিশ্লেষণে দেখা গেছে, দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫২৪১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১২০৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৪৮ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫১টির, দর কমেছে ১২৮টির এবং দর পরিবর্তীত রয়েছে ৬৫টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৭৫ কোটি ৩৪ লাখ ৭৭ হাজার টাকা।

এর আগের কার্যদিবস একই সময় ডিএসইর ব্রড ইনডেক্স ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫২৫১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১২০৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৮৫১ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ২১০ কোটি টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৭০৪ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭টির, দর কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৫ কোটি ৯২ লাখ ৮৫ হাজার টাকা।