Decision Maker

অস্থিরতা কাটছেই না: ধূম্রজাল কাটাতে দ্রুত দৃশ্যমান পরিবর্তন দরকার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এদিন লেনদেনের শুরু থেকেই সূচকে উত্থান-পতন লক্ষ করা যায়। সোমবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচক কিছুটা কমলেও বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে প্রায় ১৩০ কোটি টাকা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে অস্থিরতা কাটছেই না। বর্তমানে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার যে ফাটল ধরেছে। মূলত বিদেশীদের শেয়ার বিক্রি থেকে শুরু করে তারল্য সংকটে পুঁজিবাজারে দর পড়তে দেখা দিয়েছে। বিনিয়োগকারীরা ভাবেছিল তারল্য কাটতে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার একটা নীতিগত পরিবর্তন আনবে। তবে দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি পুঁজিবাজারে। বরঞ্চ এটা নিয়ে এক ধরনের ধূম্রজাল তৈরি হওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে বাজারে। কাজেই বিনিয়োগকারীদের আস্থার যে ফাটল ধরেছে সেটা কাটাতে দ্রুত দৃশ্যমান নীতিগত পরিবর্তন দরকার। যা বাজারে তারল্য বাড়াবে। এ ছাড়া চাহিদার কারণে বাজার বাড়তে থাকলে আবারও আস্থা ফিরে আসবে বলেও মনে করছেন বিশ্লেষকরা।

Exit mobile version