Decision Maker

আইসিবি ও ডিবিএর মধ্যে বৈঠক চলছে

সম্প্রতি পুঁজিবাজারের নাজুক পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ ব্যাংক ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) এর মধ্যে বৈঠক চলছে।রাজধানীর রাজউক এভিনিউতে আইসিবির সম্মেলন কক্ষে এই বৈঠক চলছে।

আইসিবি ও ডিবিএ সূত্রে এই তথ্য জানা গেছে।

আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো: আবুল হোসেনের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ডিবিএর সভাপতি মো: শাকিল রিজভী ও বিশেষ অতিথি হিসেবে আইসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: মোসাদ্দেক-উল-আলম উপস্থিত রয়েছেন।

চলতি অর্থবছরের বাজেট ঘোষণার পর থেকেই প্রায় বিরতিহীনভাবে দরপতন হচ্ছে পুঁজিবাজারে। কমেই চলেছে মূল্যসূচক। গত ৭ কার্যদিবসের মধ্যে ৬ দিনই সূচক কমেছে। এই সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪ হাজার  ৯৩৭ দশমিক ৮২ পয়েন্ট থেকে ১৭৬ পয়েন্ট কমে ৪ হাজার ৭৬১ দশমিক ৮৭ পয়েন্টে নেমে এসেছে। সূচক হ্রাসের হার প্রায় সাড়ে ৩ শতাংশ। এর মধ্যে গত ২ দিনের প্রতিদিনই ডিএসইএক্স ১ শতাংশ করে কমেছে। এই ২ দিনে মোট সূচক কমেছে ১০০ দশমিক ৩৮ পয়েন্ট।

বাজারের এই লাগাম ছাড়া পতনের মুখে আইসিবি ও ডিবিএ বৈঠকে বসছে। তবে এই বৈঠক থেকে কার্যকর কিছু হওয়ার সম্ভাবনা কম। কারণ বাজারে আস্থা ও তারল্যের যে সঙ্কট চলছে, তা দূর করার মতো সামর্থ্য এদের নেই।

Exit mobile version