শেয়ারবাজারে অব্যাহত পতন ঠেকাতে এবং স্থিতিশীল বাজারের প্রত্যাশায় বিক্ষোভ অব্যাহত রয়েছে বিনিয়োগকারীদের। বুধবার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ শুরু করে তারা।
এসময় তারা পতন ঠেকাতে এবং স্থিতিশীল বাজারের প্রত্যাশা করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। নাম প্রকাশ না করার শর্তে এক বিনিয়োগকারী বলেন, একটি জটিল অবস্থা বিরাজ করছে শেয়ারবাজারে। এমন অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি পদক্ষেপ নিবেন তা দেখার বিষয়। তবে প্রধানমন্ত্রীর পদক্ষেপ বিনিয়োগবান্ধব হবে বলেই আমরা আশা রাখি।
বাজারের এমন অবস্থার জন্য নিয়ন্ত্রক সংস্থাকে দায়ী করে বিনিয়োগকারীরা বলেন, বাজারের এমন বেহাল দশা দূর করতে যদি নিয়ন্ত্রক সংস্থা থেকে কার্যকরী পদক্ষেপ নেওয়া হত তাহলে বাজার এতদিনে ঘুরে যেত। কিন্তু যেহেতু তারা এমন করতে ব্যর্থ হচ্ছে তাদের পদত্যাগ করা উচিত।