Decision Maker

আরো ১৫ দিন বন্ধ থাকবে আলহাজ টেক্সটাইলের কারখানা

চলতি মূলধনের তীব্র ঘাটতির পাশাপাশি গুদামে মজুদ পণ্য রাখার জায়গা না থাকা এবং বাজারে চাহিদা কমে যাওয়ার কারণে বিক্রিতে ধস নেমেছে আলহাজ টেক্সটাইল লিমিটেডের। এ কারণে গত জুনে এক মাসের জন্য কারখানা বন্ধের ঘোষণা দেয় কোম্পানিটির পর্ষদ। এক মাসেও বিক্রিতে কোনো ধরনের অগ্রগতি না হওয়ায় ৮ আগস্ট পর্যন্ত আরো ১৫ দিনের জন্য কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১১ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৮ পয়সা। গত বছরের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত নয় মাসে কোম্পাটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৩ পয়সা, যেখানে ২০১৭-এর জুলাই থেকে ২০১৮ সালের মার্চ পর্যন্ত ইপিএস ছিল ৪২ পয়সা। ৩১ মার্চে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১০ টাকা ৮৩ পয়সা, যা আগের বছরের ৩০ জুনে ছিল ১২ টাকা ৩৮ পয়সা।

গতকাল ডিএসইতে আলহাজ টেক্সটাইলের সর্বশেষ দর ছিল ৪৭ টাকা ৭০ পয়সা। সমাপনী দর ছিল ৪৭ টাকা ৯০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৪২ টাকা ৮০ পয়সা ও ১২৩ টাকা।

Exit mobile version