Decision Maker

আসন্ন বাজেটে বীমা খাতের একগুচ্ছ প্রস্তাব

বীমা শিল্পের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে গতকাল নিজেদের সম্মেলন কক্ষে প্রাক-বাজেট সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। সংগঠনটির প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অর্থনৈতিক উন্নয়নে বীমার গুরুত্ব তুলে ধরে এ খাতের স্বার্থে বেশকিছু নীতিসহায়তার প্রস্তাব করেন দেশের বীমা উদ্যোক্তারা।

দ্বৈত কর পরিগণিত হওয়ায় পুনর্বীমা কমিশনের ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট ও ১০ শতাংশ উেস কর রহিত করা, নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কর্তৃক জনকল্যাণমূলক স্বাস্থ্যবীমার প্রিমিয়ামে ভ্যাট মওকুফ, জীবন বীমার পলিসিহোল্ডারদের বোনাসের ওপর ৫ শতাংশ হারে গেইন ট্যাক্স থেকে অব্যাহতি, স্বল্প আয়ের বীমা এজেন্টদের কমিশনের ওপর ৫ শতাংশ হারে উেস কর থেকে অব্যাহতি, ব্যবসার কলেবর ছোট হওয়ায় বীমা কোম্পানির করহার ব্যাংকের চেয়ে কমিয়ে আনা, অগ্রাধিকার খাত হিসেবে কৃষি বীমার প্রিমিয়ামের ওপর ভ্যাট মওকুফ ও তা থেকে অর্জিত মুনাফার ওপর করপোরেট কর অব্যাহতি, অনলাইনে বীমা পলিসির প্রিমিয়ামের ওপর ভ্যাট মওকুফ এবং আইটি কোম্পানির আদলে সেখান থেকে আসা মুনাফাকে করপোরেট করমুক্ত রাখার প্রস্তাব ছিল অন্যতম। আসন্ন বাজেটে বাস্তবায়ন করা হলে প্রতিটি প্রস্তাবই দেশের অবিকশিত বীমা খাতের উন্নয়নে সহায়ক হবে বলে মত দিয়েছেন বিআইএ নেতারা।

সংবাদ সম্মেলনে বিআইএ আরো বলে, বিভিন্ন সামাজিক বীমাপণ্য ও স্বাস্থ্য বীমা সামষ্টিক অর্থনীতি ও উন্নয়নশীল বাংলাদেশের জীবনযাত্রার মানোন্নয়নে ব্যাপক প্রভাব বিস্তার করতে সক্ষম। এজন্য বীমা কোম্পানিগুলোকে ইনসেনটিভ দেয়া হলে অর্থনীতিতে এর সুফল দেখা যাবে।

সংবাদ সম্মেলনে বিআইএর ভাইস প্রেসিডেন্ট প্রফেসর রুবিনা হামিদ ও একেএম মনিরুল হক, নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে ইউনিয়ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নজরুল ইসলাম, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) ফারজানা চৌধুরী, এশিয়া ইন্স্যুরেন্সের সিইও মো. ইমাম শাহীন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিইও জামাল এমএ নাসের, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সিইও মো. জালালুল আজিম, ডেল্টা লাইফের সিইও আদিবা রহমান, সানফ্লাওয়ার লাইফের সিইও মো. শামসুল আলম, গার্ডিয়ান লাইফের সিইও এমএম মনিরুল আলম, যমুনা লাইফের সিইও ড. বিশ্বজিৎ কুমার মণ্ডল এবং বিআইএ সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার উপস্থিত ছিলেন।

Exit mobile version