পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্দো-বাংলা ফার্মসিউটিক্যালসের সাথে ওষুধ উৎপাদন সংক্রান্ত একটি চুক্তি হয়েছে হংকংয়ের আরএইচকে গ্লোবাল (এইচকে) লিমিটেডের সাথে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ২৬ আগস্ট এ সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষর হয়েছে।

চুক্তি অনুযায়ী ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস সুপার ট্রেমেক্স-১০০এমজি ব্রান্ডের ট্যাবলেট (জেনেরিক নাম-ট্রামাডোল) উৎপাদন করবে। যা আরএইচকে গ্লোবাল লিমিটেডের কাছে রপ্তানি করা হবে।

প্রতি বছর ইন্দো-বাংলা ১২০০ মিলিয়ন ট্যাবলেট উৎপাদন করবে। এই প্রকল্প থেকে কোম্পানিটির বছরে ৬০০ মিলিয়ন টাকা আয় হতে পারে।