পুঁজিবাজারে একদিনের ব্যবধানে সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেল। আগের দিন যে গতিতে উত্থান হয়েছিল, গতকাল প্রায় একই গতিতে পতন হয়েছে। ব্যাংকের বিনিয়োগ সীমা শিথিল করা হয়েছে, এ কারণে আগের দিন উত্থান হলেও গতকাল কী কারণে পতন হলো তা বোঝা গেল না। গতকাল মূলত মুনাফা তুলে নেওয়া হয়েছে। আগের দিনের উত্থানে যেসব শেয়ারের দর বেড়ে গিয়েছিল গতকাল সেসব শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেওয়া হয়। গতকাল ৭৬ শতাংশ কোম্পানি দরপতনে ছিল। সিমেন্ট খাত ছাড়া এককভাবে কোনো খাতই ইতিবাচক ছিল না। সব খাতেই ব্যাপক দরপতন হয়।
গতকাল মোট লেনদেনের ৩০ শতাংশ বা ৯২ কোটি টাকা লেনদেন হয় ব্যাংক খাতে। এ খাতে মাত্র ১৮ শতাংশ কোম্পানির দর বেড়েছে। লেনদেনের শীর্ষ দশে থাকা ব্র্যাক ব্যাংকের ৪০ কোটি টাকা লেনদেন হয়, দর কমেছে দেড় টাকা। ব্যাংক এশিয়ার সোয়া আট কোটি টাকা লেনদেনের পাশাপাশি দর কমে ২০ পয়সা, আইএফআইসি ব্যাংকের সাড়ে সাত কোটি টাকা লেনদেন হলেও দর কমেছে ৪০ পয়সা। এছাড়া প্রিমিয়ার ব্যাংকের প্রায় পাঁচ কোটি টাকা লেনদেন হলেও দরপতন হয়। দুই শতাংশ বেড়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক দরবৃদ্ধির শীর্ষ দশের মধ্যে উঠে আসে। আগের দিন বিবিধ খাতে মাত্র সাত শতাংশ লেনদেন হলেও গতকাল তা বেড়ে দাঁড়ায় ১২ শতাংশে। এসকে ট্রিমসের সোয়া ১৯ কোটি টাকা লেনদেনের পাশাপাশি দর বেড়েছে দুই টাকা। যে কারণে বিবিধ খাতে লেনদেন বেড়েছে। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ৫৩ পয়সা বৃদ্ধি পেয়েছে। গত দুদিন ধরে শেয়ারটির দর বাড়ছে। গতকাল লেনদেনের শীর্ষে উঠে আসে কোম্পানিটি। এছাড়া প্রকৌশল খাতে লেনদেন হয় ৯ শতাংশ। এ খাতে ২৪ শতাংশ কোম্পানির দর বেড়েছে। রংপুর ফাউন্ড্রি ও ন্যাশনাল টিউবসের দর দুই শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষ দশে অবস্থান করে। ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হয় ৯ শতাংশ। এ খাতে ১৯ শতাংশ কোম্পানির দর বেড়েছে। গ্লোবাল হেভি কেমিক্যালের দর প্রায় তিন শতাংশ বেড়ে দরবৃদ্ধিতে চতুর্থ অবস্থানে উঠে আসে। জ্বালানি খাতে মাত্র দুটি কোম্পানির দর বেড়েছে। ডরিন পাওয়ারের সোয়া সাত কোটি টাকা লেনদেন হলেও এক টাকা ৭০ পয়সা দরপতন হয়। বস্ত্র খাতের এসক্যোয়ার নিটের পৌনে পাঁচ কোটি টাকা লেনদেনের পাশাপাশি দর বেড়েছে ৭০ পয়সা। সিরামিক খাত, কাগজ ও মুদ্রণ, সেবা ও আবাসন, ভ্রমণ ও অবকাশ খাত শতভাগ নেতিবাচক ছিল। তুলনামূলক ভালো অবস্থানে ছিল সিমেন্ট খাত। এ খাতে ৭১ শতাংশ কোম্পানির দর বেড়েছে। প্রিমিয়ার সিমেন্ট দরবৃদ্ধিতে তৃতীয় অবস্থানে ছিল।