Decision Maker

একীভুত হচ্ছে বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম এসএমএল

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) একই গ্রুপের অপর অ-তালিকাভুক্ত বিএসআরএম স্টিল মিলস লিমিটেডকে (বিএসআরএম এসএমএল) একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি আইন, ১৯৯৪ এর ২২৮ ও ২২৯ ধারার আওতায় কোম্পানি দুটি একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে মার্জারের এই সিদ্ধান্ত কার্যকর করতে হলে শেয়ারহোল্ডারদের অনুমোদন ও হাইকোর্টের সম্মতি প্রয়োজন হবে। আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠেয় বিএসআরএমের এজিএমে মার্জারের ইস্যুটি শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য উত্থাপন করা হবে।

বিএসআরএম লিমিটেড বর্তমানে বিএসআরএম এসএমএল এর ৪৪.৯৭ শতাংশ শেয়ার ধারন করছে। এ অবস্থায় বিএসআরএম লিমিটেডের পরিচালনা পর্ষদ শতভাগ শেয়ার অধিগ্রহনের সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ বিএসআরএম এসএমএল তালিকাভুক্ত বিএসআরএম লিমিটেডের সঙ্গে একীভুতকরন হবে। এরজন্য বাকি ৫৫.০৩ শতাংশের বিপরীতে শেয়ার ইস্যু করা হবে।

একীভূতকরনের লক্ষ্যে বিএসআরএম লিমিটেড এরইমধ্যে ভ্যালুয়ার নিয়োগ দিয়েছে। যারা বিএসআরএম এসএমএলের দর ও শেয়ার ইস্যুর পরিমাণ মূল্যায়ন করবে।

 

Exit mobile version