Decision Maker

এক্সপোজার লিমিট থেকে বাদ পড়বে অ-তালিকাভূক্ত কোম্পানির বিনিয়োগ

পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগসীমা (এক্সপোজার) হিসাব থেকে অ-তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকে বাদ দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবির। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বৃহস্পতিবার (০৯ মে) পুঁজিবাজারের চলমান তারল্য সংকট নিরসনে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৈঠকে পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগসীমা (এক্সপোজার) হিসাব থেকে অ-তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকে বাদ দেওয়ার অনুরোধ জানান বিএসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। জবাবে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এক্সপোজারের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবির।

একইসঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে পুঁজিবাজারের চলমান তারল্য সংকট কাটিয়ে তুলতে ব্যাংকের বিনিয়োগসীমাসহ অন্যান্য সমস্যা সমাধান করার বিষয়ে ঐকমত্যে পৌছেছেন সংশ্লিষ্টরা।

বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলামসহ বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Exit mobile version