এপ্রিল মাসের সেরা ব্রোকারদের তালিকা প্রকাশ করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এই মাসে বরাবরের মতে প্রথম স্থানে রয়েছে লংকাবাংলা সিকিউরটিজ। তবে এই মাসে বরাবর দ্বিতীয় অবস্থানে থাকা আইসিবি সিকিউরিটিজ অ্যান্ড ট্রেডিং কোম্পানি লিমিটেড পিছিয়েছে ৩ ধাপ। প্রতিষ্ঠানটি আগের মাসে তৃতীয় অবস্থানে থাকলেও এপ্রিলে অবস্থান হলো ৬ষ্ঠ স্থানে। আর ৩ ধাপ এগিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এপ্রিলে মাসে শীর্ষ ২০ ব্রোকারেজ প্রতিষ্ঠান: প্রথম অবস্থানে লংকাবাংলা সিকিউরিটিজ, দ্বিতীয় অবস্থানে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, তৃতীয় ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, চতুর্থ অবস্থানে আইডিএলসি সিকিউরিটিজ, প্রঞ্চম অবস্থানে সিটি ব্রোকারেজ,ষষ্ঠ অবস্থানে আইসিবি সিকিউরিটিজ অ্যান্ড ট্রেডিং কোম্পানি, সপ্তম ইবিএল সিকিউরিটিজ, অষ্টম শেলটেক ব্রোকারেজ, নবম ইউনাইটেড সিকিউরিটিজ, এবং দশম অবস্থানে এমটিবি সিকিউরিটিজ।
বাকী প্রতিষ্ঠানগুলো হলো- ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, ইউনিক্যাপ সিকিউরিটিজ, প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ, ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ, শান্তা সিকিউরিটজ, কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস, বিডি সানলাইফ সিকিউরিটিজ, রয়েল ক্যাপিটাল।