সিইও এবং ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) খোঁজে বাংলাদেশের ক্লিয়ারিং ও সেটেলম্যান্ট কোম্পানি সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে আগ্রহী প্রার্থীদেরকে আগামি ২০ মে’র মধ্যে জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
সিসিবিএলের এমডি হিসেবে নিয়োগ পাওয়ার জন্য শেয়ারবাজারে ১৫ বছরের অভিজ্ঞতাসহ বিজনেসে মাস্টার্স ডিগ্রী থাকতে হবে। এছাড়া সিএফএ অথবা সিএ অথবা সিএমএ ডিগ্রী থাকতে হবে। আর শেয়ারবাজারের সঙ্গে সম্পৃক্ত কোন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহি কর্মকর্তা (সিইও) বা উচ্চ পদে ৫ বছরের অভিজ্ঞ ব্যক্তিকেও বিবেচনায় নেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদেরকে আগামি ২০ মে’র মধ্যে যোগ্যতা ও অভিজ্ঞতার কাগজপত্র, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) ২০১৭ সালে বিএসইসির আইন দ্ধারা গঠিত। এর পরিশোধিত মূলধনের পরিমাণ ৩০০ কোটি টাকা। যেটি শেয়ারবাজারের উন্নয়নে গঠন করা হয়েছে। সিসিবিএল একটি আইন দ্ধারা স্ব-নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান।