Decision Maker

এসিআই’র বিষয়ে সিদ্ধান্ত ২৩ মে

পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেডের ‘হিসাব কারসাজি’র কিছু বিষয় চিহ্নিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গঠিত বিশেষ তদন্ত কমিটি। কমিটি তদন্ত প্রতিবেদন ডিএসই’র পর্ষদে হস্তান্তর করবে। আর আগামী ২৩ মে ডিএসই’ পর্ষদ সভায় এসিআই’র বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

আজ রোববার এসিআইর বিষয়ে গঠিত বিশেষ কমিটির চতুর্থ সভায় এমনটিই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসিআই’র সহযোগী প্রতিষ্ঠান ‘স্বপ্ন’ এর লোকসান দেখিয়ে অর্থ সরিয়ে নেওয়ার যে অভিযোগ উঠেছে সেটি আরও নিবিড়ভাবে খতিয়ে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দায়িত্ব দিয়েছিল বিশেষ তদন্ত কমিটি। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে বিশেষ কমিটির নিকট রিপোর্ট পেশ করেন। এরপর বিশেষ কমিটি তদন্ত প্রতিবেদনটি পর্ষদের নিকট হস্তান্তরের সিদ্ধান্ত নেয়। আর আগামী পর্ষদ সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বৈঠক সূত্রে জানা গেছে।

আরও আগেই ডিএসইর পর্ষদ এসিআইর বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়ার কথা থাকলেও কোম্পানির পক্ষ থেকে শোকজের জবাব দেওয়ায় তা পিছিয়েছে। শোকজের জবাব পর্যালোচনা করা হয়েছে। এসিআই তার সাবসিডিয়ারি কোম্পানি লোকসান হওয়ার বিষয়ে জবাবে বলেছে যে, কোম্পানির বার্ষিক সাধারন সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা দাবী তুলেছে সারা দেশে সাবসিডিয়ারি কোম্পানি স্বপ্নের আউটলেট খোলা হোক। তাতে যদি লোকসান হয় তা শেয়ারহোল্ডারা মেনে নেবে। আর তাই শেয়ারহোল্ডারদের দাবীর মুখে কোম্পানি কর্তৃপক্ষ স্বপ্নে বিনিয়োগ বাড়িয়েছে। এতে লোকসান বেড়েছে এসিআই লিমিটেড।

ডিএসইর তদন্ত কমিটি এসিআই এর দেওয়া জবাবকে অগ্রহণযোগ্য মনে করছে। কমিটির মতে, জেনেবেুঝে কোনো শেয়ারহোল্ডার লোকসান মেনে নেওয়ার কথা বলতে পারেন না। এটি খুবই রহস্যপূর্ণ।

নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির একজন সদস্য বলেন, আমরা যে বিশ্লেষণ করেছি, তাতে স্বপ্ন ও এসিআই এর লোকসানের বিষয়টিকে অস্বাভাব্কি ও অসৎ উদ্দেশ্যপূর্ণ মনে হয়েছে। আর সত্যিই যদি স্বপ্ন এত লোকসানী হয়ে থাকে তাহলে এসিআই এর পরিচালনা পর্ষদের উচিত ছিল অনেক আগেই সেটি বন্ধ করে দেওয়া। কারণ এটি একটি তালিকাভুক্ত কোম্পানি। শুধু উদ্যোক্তারা এর মালিক নন, হাজার হাজার বিনিয়োগকারীও এর মালিকানায় রয়েছে। তাই উদ্যোক্তাদের স্বপ্ন পূরণ ও খামখেয়ালির জন্য সাধারণ বিনিয়োগকারীদেরকে এভাবে ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত করার অধিকার তাদের নেই।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের লোকসানসহ কোম্পানির গত কয়েক বছরের আর্থিক বিবরণীর তথ্য নিয়ে সন্দেহ দেখা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালকদের মনে।তারা মনে করছেন,এসিআইয়ের সাম্প্রতিক বছরগুলোর আর্থিক বিবরণী মনগড়া ও কারসাজিপূর্ণ।কোম্পানিটি তার সহযোগী প্রতিষ্ঠান এসিআই লজিস্টিক লিমিটেডের (স্বপ্ন)‘কথিত’ লোকসানের আড়ালে মূল কোম্পানি থেকে টাকা সরিয়ে নিচ্ছে।আর তাই বিষয়টি খতিয়ে দেখতে ডিএসইর পরিচালনা পর্ষদ পরচিালক বিচারপতি ছিদ্দিকুর রহামন ভুইয়ার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে

Exit mobile version