Decision Maker

এ অবস্থায় আর চলতে দেয়া যায় না, পুঁজিবাজারের উন্নতি করতেই হবে: এনবিআর চেয়ারম্যান

বর্তমানে দেশের পুঁজিবাজারের যে অবস্থায় রয়েছে সে অবস্থায় আর চলতে দেয়া যায় না। এটার উন্নতি করতেই হবে। পুঁজিবাজার উন্নয়নে আমরা যথেষ্ট ট্যাক্স সুবিধা দিয়েছি। প্রয়োজনে এই সুবিধা আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ‘পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময়’ সভা হয়। সভা থেকে বেড়িয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি এনবিআর চেয়ারম্যান।

মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের বর্তমানে পুঁজিবাজারের যে অবস্থা, এভাবে তো চলতে দেয়া যায় না। এটা নিশ্চয় উন্নতি করতে হবে। আমি এখানে বলেছি, বর্তমানে আমরা যে ট্যাক্স সুবিধা দিয়েছি, যথেষ্ট ভালো ট্যাক্স সুবিধা।’

উদাহরণ টেনে তিনি বলেন, ‘যেমন শেয়ার বিক্রি করার পর যে ক্যাপিটাল গেইন (লাভ) হয়, ১০ টাকার শেয়ার কেউ ২০ টাকা দিয়ে কিনে ৩০ টাকায় বিক্রি করল প্রতি শেয়ার। সেই হিসাবে এক হাজার শেয়ার বিক্রি করলে আমার ৩০ হাজার টাকা গেইন হয়। এই ৩০ হাজার টাকার ওপর কোনো ট্যাক্স নেই।’

‘এ রকম আরও অনেক কিছু আছে, যেসব সুবিধা আমরা দিয়ে রেখেছি। যদি প্রয়োজন হয়, এর চেয়ে বেশি ট্যাক্স সুবিধা দেব’, যোগ করেন এনবিআরের চেয়ারম্যান।

আরেক প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন বলেন, ‘দু-একটি বিষয়ে কথাবার্তা হয়েছিল যে, বিদেশি যেসব প্রতিষ্ঠান আছে, তারা হয়তো চলে যাবে। আমি বলেছি, তারা কোনোভাবেই চলে যাবে না। প্রয়োজনে হলে মধ্যস্থতা করে আমরা তাদের রাখব।’

এসব ক্ষেত্রে কিছু আইনগত বাধা আছে বলেও জানান এনবিআরের এই চেয়ারম্যান।

সভায় উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নর, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান, ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের চেয়ারম্যান, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান এবং সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান, সোনালী, অগ্রণী, জনতা, রূপালী ও আইসিবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান এবং পরিচালনা পর্ষদের সদস্যরা।

Exit mobile version