শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেডের পাবলিক পরিচালক এ.এস.এম. কাশেম। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, পাবলিক পরিচালক এ.এস.এম. কাশেম নিজ প্রতিষ্ঠানের মোট ৪ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। যার বাজার মূল্য ১ কোটি ৩ লাখ ২০ হাজার টাকা। তিনি বর্তমান বাজার দরে আাগামী ৩০ কার্যদিবসের মধ্যে (In the Block Market) শেয়ার ক্রয় সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, আজ ২৩ জুলাই, মঙ্গলবার লেনদেন চলাকালীন বেলা ২টার দিকে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ২৫.৮০ টাকা।