Decision Maker

ঘোষণা ছাড়া শেয়ার বিক্রি করছেন উদ্যোক্তা পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর অনেক উদ্যোক্তা পরিচালক ঘোষণা ছাড়া শেয়ার বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে যেসব উদ্যোক্তা পরিচালক ঘোষণা ছাড়া শেয়ার বিক্রি করেছে তাদের তালিকা তৈরির কাজ করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি। ইতিমধ্যে পুঁজিবাজারের তালিকাভুক্ত পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের উদ্যোক্তা ড. মনোয়ার হোসেন ঘোষণা ছাড়া শেয়ার বিক্রি করেছে প্রমাণ পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

যে কারণে আজ মঙ্গলবার অনুষ্ঠিত কমিশনের ৬৯৮তম সভায় পিপলস লিজিংয়ের উদ্যোক্তা ড. মনোয়ার হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে জানা গেছে, ড. মনোয়ার হোসেন পূর্ব ঘোষণা ছাড়া এক লাখ ৫৮ হাজার ৫৩২টি শেয়ার বিক্রি করেছে। এর মাধ্যমে বিএসইসির জারি করা ২০১০ সালের ১৪ জুলাইয়ের একটি আইন লঙ্ঘণ করেছে। আইন লঙ্গণ করার দায়ে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে ই-সিকিউরিটিজে পরিচালিত বিও হিসাব ফ্রিজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সাথে শেয়ার বিক্রয় সংক্রান্ত কর পরিশোধের নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

Exit mobile version