Decision Maker

ছয় কোটি টাকা বিনিয়োগ করবে জিপিএইচ ইস্পাত

প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাতের পরিচালনা পর্ষদ স্টার এলায়েড ভেঞ্চার লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে টিবিআর টায়ার কারখানা স্থাপনের উদ্দেশে ৫০ একর জমি কিনতে স্টার অ্যালায়েড ভেঞ্চার লিমিটেডে ছয় কোটি টাকা ইকুইটি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ। এর আগে গত বছর একই কোম্পানিতে ২৫ লাখ টাকা ইকুইটি বিনিয়োগ করেছিল কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, এর আগে গত বছর ২৫ লাখ টাকা বিনিয়োগের মাধ্যমে জিপিএইচ ইস্পাত স্টার এলায়েড ভেঞ্চারের ১০০ টাকা সমমূল্যের ২৫ হাজার শেয়ার কিনেছিল। চায়না সরকারের নিজস্ব প্রতিষ্ঠান হচ্ছে কুনমিং আয়রন অ্যান্ড স্টিল হোল্ডিং লিমিটেড। এর সহযোগী প্রতিষ্ঠান ইউন্নান ইয়োঙ্গলা ওভারসিস ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড। স্টার এলায়েড ভেঞ্চার লিমিটেড এবং ইয়োন্নান ইয়োঙ্গেল ওভারসিজ মিলে একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি গঠনের সিদ্ধান্ত নেয়। এ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি বাংলাদেশে যৌথভাবে দুই দশমিক ৩০ বিলিয়ন ইউএস ডলারের সমপরিমাণ অর্থ বিনিয়োগ করবে।
এদিকে সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর এক দশমিক ১৮ শতাংশ বা ৪০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৩৪ টাকা ৪০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৩৪ টাকা ৫০ পয়সা। দিনজুড়ে এক লাখ তিন হাজার ২২৩টি শেয়ার মোট ১৬২ বার হাতবদল হয়, যার বাজারদর ৩৫ লাখ ৩৯ হাজার টাকা। দিনজুড়ে শেয়ারদর সর্বনিম্ন ৩৪ টাকা থেকে সর্বোচ্চ ৩৪ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ২৯ টাকা ৮০ পয়সা থেকে ৪৩ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করে।
২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। যা আগের বছর দিয়েছিল পাঁচ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) করে এক টাকা ৯৭ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয় ১৬ টাকা ৮৯ পয়সা। যা আগের বছর একই সময় ছিল যথাক্রমে এক টাকা ৮৩ পয়সা ও ১৬ টাকা ১৫ পয়সা। আর আলোচিত সময়ে করপরবর্তী মুনাফা করে ৬৪ কোটি ৩৫ লাখ ৯০ হাজার টাকা। যা আগের বছর ছিল ৫৭ কোটি ১৩ লাখ টাকা।
২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ‘এ’ ক্যাটেগরির এ কোম্পানি। অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৬০ কোটি ১৮ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৭৮ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা।
কোম্পানিটির মোট ৩৬ কোটি এক লাখ ৮৬ হাজার ৭৫০টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যানুযায়ী কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৪৯ দশমিক ৬১ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১৫ দশমিক ৮৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৪ দশমিক ৫০ শতাংশ শেয়ার রয়েছে। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ১৬ দশমিক ৪৮। আর সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, পিই রেশিও ১৭ দশমিক ৫১।

Exit mobile version