Decision Maker

ঢাকা স্টক এক্সচেঞ্জ : সাপ্তাহিক দরপতনে আর্থিক খাতের কোম্পানির প্রাধান্য

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দরপতনে আর্থিক খাতের কোম্পানির প্রাধান্য ছিল। সাপ্তাহিক দরপতনের তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির পাঁচটিই ছিল আর্থিক খাতের। কোম্পানিগুলো হলো বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি), ফার্স্ট ফিন্যান্স লিমিটেড, ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

গেল সপ্তাহে দরপতনের তালিকায় প্রথমেই রয়েছে বিআইএফসি। এক সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ৩৪ দশমিক শূন্য ৯ শতাংশ। ডিএসইতে বৃহস্পতিবার শেয়ারটির সর্বশেষ দর ছিল ২ টাকা ৯০ পয়সা, যা আগের কার্যদিবসের চেয়ে ৩০ পয়সা বা ৯ দশমিক ৩৮ শতাংশ কম। সমাপনী দরও ছিল ২ টাকা ৯০ পয়সা। গত এক সপ্তাহে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২ টাকা ৯০ পয়সা ও ৮ টাকা ১০ পয়সা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফার্স্ট ফিন্যান্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ২৭ দশমিক ২৭ শতাংশ। বৃহস্পতিবার সর্বশেষ দর ছিল ৪ টাকা ১০ পয়সা। সমাপনী দর ছিল ৪ টাকা। গত এক বছরে শেয়ারটির দর ৩ টাকা ৯০ পয়সা থেকে ৮ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করে।

তৃতীয় অবস্থানে থাকা ফারইস্ট ফিন্যান্সের গত সপ্তাহে দর কমেছে ২৩ দশমিক ৯১ শতাংশ। সর্বশেষ শেয়ারটি ৩ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়। সমাপনী দরও ছিল ৩ টাকা ৫০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩ টাকা ৫০ পয়সা ও ৭ টাকা ৮০ পয়সা।

তালিকার সপ্তম স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। এক সপ্তাহে শেয়ারটির দর পড়েছে ২০ দশমিক ৬২ শতাংশ। বৃহস্পতিবার এর সর্বশেষ দর ছিল ৭ টাকা ৬০ পয়সা। সমাপনী দর ছিল ৭ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৭ টাকা ৫০ পয়সা থেকে ১৭ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে।

অষ্টম অবস্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং। গেল সপ্তাহে শেয়ারটির দর কমেছে ২০ শতাংশ। সর্বশেষ শেয়ারটি ৬ টাকা ৯০ পয়সা দরে হাতবদল হয়। সমাপনী দর ছিল ৬ টাকা ৮০ পয়সা। এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৬ টাকা ৬০ পয়সা ও ১৮ টাকা ৪০ পয়সা।

Exit mobile version