আজ ঢাক স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দুই মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। ফান্ডগুলো হলো: এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড এবং ভেনগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ইউনিট দর আজ ৯.৯৫ শতাংশ বা ২.১০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২৩.২০ টাকায় লেনদেন হয়। সারাদিনে ফান্ডটির ৪৯ হাজার ৯৬৭টি ইউনিট ৭৯ বার হাতবদল হয় যার বাজার মূল্য দাঁড়ায় ১১ লাখ ৫৮ হাজার টাকা।
অন্যদিকে ভেনগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ইউনিট দর আজ ৯.৮৬ শতাংশ বা ০.৭০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৭.৮০ টাকায় লেনদেন হয়। সারাদিনে ফান্ডটির ১১ হাজার ৬৪১টি ইউনিট ৯ বার হাতবদল হয় যার বাজার মূল্য দাঁড়ায় ৯১ হাজার টাকা।