১৪ তলার অনুমতি নিয়ে বনানী ডিসিসির মার্কেট ৩০ তলা করার অভিযোগ শুনানিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ডাকে হাজির না হয়ে আবারো সময় চেয়ে আবেদন করেছেন ব্যবসায়ী মোহাম্মদ নূর আলী। তিনি পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া তিনি বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন।
রোববার করা আবেদনে তিন মাস সময় চেয়ে দুদকের প্রধান কার্যালয়ের অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক এসএম আখতার হামিদ ভূঞার কাছে চিঠি পাঠিয়েছেন।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো সময়ের আবেদন করলেন নূর আলী।
১৪ তলার অনুমতি নিয়ে ডিসিসির বনানী মার্কেট ৩০ তলা ভবন নির্মাণ করার অভিযোগ অনুসন্ধানে তাকে তলব করে দুদক।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করে বলেন, চিঠিতে তিনি অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহের জন্য সময়ের আবেদন করেছেন। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে গত ২২ জুলাই প্রথম দফায় চিঠিতে ৩১ জুলাই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলে হাজির না হয়ে তিন মাসের সময় চেয়েছিলেন তিনি। দুদক তাকে ২৫ দিনের সময় দিয়ে ২৫ আগস্ট হাজির হতে তলবি নোটিশ দেয়া হয়।
দুদক জানায়, ১৯৯৮ সালে বনানী সিটি করপোরেশন মার্কেটে বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড ১৪ তলার অনুমতি নেয়। কিন্তু কোম্পানিটি পূর্বানুমতি ছাড়াই ৩০ তলা ভবন নির্মাণ করেছেন বলে অভিযোগ রয়েছে।