Decision Maker

দ্বিতীয় প্রান্তিকে লোকসান করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক

চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের নিট লোকসান হয়েছে ২ কোটি ৩৯ লাখ ৭২ হাজার টাকা। বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাংকটির পর্ষদ সভায় চলতি বছরের প্রথম অর্ধের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন হয়। এই প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির কর পরিশোধের পর সম্মিলিতভাবে নিট লোকসান হয়েছে ২ কোটি ৩৯ লাখ ৭২ হাজার টাকা এবং শেয়ারপ্রতি লোকসান ২ পয়সা। এর আগের বছর একই সময়ে নিট মুনাফা হয়েছিল ২ কোটি ৩৪ লাখ ৭৯ হাজার টাকা এবং শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ছিল ৩ পয়সা। এদিকে চলতি বছরের দুই প্রান্তিক মিলিয়ে অর্থাৎ অর্ধবার্ষিকে ব্যাংকটির সম্মিলিতভাবে নিট মুনাফা হয়েছে ৮ কোটি ২২ লাখ ৭২ হাজার টাকা এবং ইপিএস হয়েছে ৯ পয়সা। এর আগের বছর একই সময়ে সম্মিলিতভাবে নিট মুনাফা ছিল ৮ কোটি ৮৪ লাখ ৯৮ হাজার টাকা এবং ইপিএস ছিল ১০ পয়সা।

আলোচ্য বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যাংকটি ১২ পয়সা সম্মিলিত ইপিএস দেখিয়েছে, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৮ পয়সা।

অর্ধবার্ষিক অর্থাৎ ৩০ জুন ২০১৯ শেষে ব্যাংকটির সম্মিলিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৮ পয়সা। এর আগের বছর একই সময়ে এনএভিপিএস ছিল ১৫ টাকা ৫৫ পয়সা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক। গেল হিসাব বছর ব্যাংকটির সম্মিলিত ইপিএস হয়েছে ১ টাকা ৪৪ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ১ টাকা ৪২ পয়সা। ৩১ ডিসেম্বর সম্মিলিত এনএভিপিএস দাঁড়ায় ১৭ টাকা ১ পয়সা, ২০১৭ সালের একই তারিখে যা ছিল ১৫ টাকা ৪০ পয়সা। ২০১৭ হিসাব বছরেও ১০ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকের শেয়ারহোল্ডাররা।

স্ট্যান্ডার্ড ব্যাংকের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত ও চলতি হিসাব বছরের ৩১ মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ হালনাগাদ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার স্ট্যান্ডার্ড ব্যাংক শেয়ারের সর্বশেষ দর ছিল ৯ টাকা ৬০ পয়সা। সমাপনী দর নির্ধারণ হয়েছে ৯ টাকা ৬০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৯ টাকা ৩০ পয়সা ও ১৩ টাকা ২০ পয়সা।

Exit mobile version