পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এন্টিবায়োটিকসহ আরো দুইটা ওষুধ উৎপাদন ও বিপণনের সিদ্ধান্ত নিয়েছে। তবে কোম্পানির নিজস্ব প্ল্যান্টে এই মুহূর্তে এ ধরনের সুবিধা না থাকায় কোম্পানিটি নিপ্রো জেএমআই ফার্মার প্ল্যান্টে তা উৎপাদন করবে। এ লক্ষ্যে ইন্দো-বাংলা ফার্মা সম্প্রতি নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, নিপ্রো জেএমআই ফার্মার প্ল্যান্টে ইন্দো-বাংলা এন্টিবায়োটিক, সেফালোস্ফরিন ও পেনিসিলিন জাতীয় ওষুধ উৎপাদন করবে।
ওষুধের বর্ধিত চাহিদা পূরণ করার লক্ষ্যে তারা এই চুক্তিভিত্তিক উৎপাদনে যাচ্ছে। তবে বছরে কী পরিমাণ ওষুধ উৎপাদন করা হবে, কারখানা ব্যবহারের জন্য নিপ্রো ফার্মাকে কী পরিমাণ ভাড়া দিতে হবে তা জানা যায়নি।