অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শীর্ষ ৩০০ ঋণখেলাপির যে তালিকা প্রকাশ করেছেন তারমধ্যে ১১টি প্রতিষ্ঠান রয়েছে পুঁজিবাজার সংশ্লিষ্ট। এর মধ্যে ১০টি প্রতিষ্ঠান হচ্ছে তালিকাভুক্ত কোম্পানি। অন্যদিকে একটি আছে ব্রোকারহাউজ। আর এই প্রতিষ্ঠানগুলোর মোট খেলাপিঋণের পরিমাণ প্রায় ২ হাজার কোটি টাকা। অর্থমন্ত্রীর দেওয়া তালিকা বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।

আজ শনিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী শীর্ষ ৩০০ ঋণখেলাপি প্রতিষ্ঠান ও ব্যক্তির তালিকা প্রকাশ করেন। এসব খেলাপির কাছে বিভিন্ন ব্যাংকের পাওনা প্রায় ৫১ হাজার কোটি টাকা।

আলোচিত তালিকায় স্থান পাওয়া তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ৭টি কোম্পানি মূল বোর্ডে আছে। আর ৩টি কোম্পানি আছে ওটিসি মার্কেটে। মূল মার্কেটের কোম্পানিগুলো হচ্ছে- ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেড, ইউনাইটেড এয়ারওয়েস বিডি লিমিটেড, এমারেল্ড অয়েল লিমিটেড, কেয়া কসমেটিকস লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড।

ওটিসি মার্কেটের তিন কোম্পানি হচ্ছে- লেক্সকো লিমিটেড, মুন্নু ফেব্রিক্স লিমিটেড, এপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং লিমিটেড, ম্যাক পেপার মিলস লিমিটেড ও অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড।

একমাত্র ব্রোকারহাউজটি হচ্ছে ফারইস্ট স্টক অ্যান্ড বন্ডস লিমিটেড।

প্রতিষ্ঠানের  নাম  খেলাপি ঋণের পরিমাণ
লেক্সকো ৪৩৯ কোটি টাকা
মুন্নু ফেব্রিক্স ২৬৭ কোটি টাকা
ঢাকা ডায়িং ২৫৮ কোটি টাকা
বিআইএফসি ২০১ কোটি টাকা
ইউনাইটেড এয়ার ১৮০ কোটি টাকা
এমারেল্ড অয়েল ১২১ কোটি টাকা
কেয়া কসমেটিকস ৯৯ কোটি টাকা
এফএএস ফাইন্যান্স ৭৭ কোটি টাকা
অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স ৬৯ কোটি টাকা
এপেক্স ওয়েভিং ১৩০ কোটি টাকা
ফারইস্ট স্টক অ্যান্ড বন্ডস ১৩৯ কোটি টাকা

লেক্সকো লিমিটেডের খেলাপি ঋণের পরিমাণ ৪৩৯ কোটি টাকা, মুন্নু ফেব্রিক্স লিমিটেডের খেলাপিঋণের পরিমাণ ২৬৭ কোটি টাকা, ঢাকা ডায়িংয়ের খেলাপি ঋণের পরিমাণ ২৫৮ কোটি টাকা,  বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানির (বিআইএফসি) খেলাপিঋণ ২০১ কোটি টাকা, ইউনাইটেড এয়ারওয়েজের খেলাপিঋণ ১৮০ কোটি, ফারইস্ট স্টক অ্যান্ড ব্ন্ডস লিমিটেডের ১৩৯ কোটি টাকা, এপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং লিমিটেডের খেলাপিঋণ ১৩০ কোটি টাকা, এমারেল্ড অয়েল লিমিটেডের খেলাপিঋণ ১২১ কোটি টাকা, ম্যাক পেপার মিলস লিমিটেডের ১১৯ কোটি টাকা, কেয়া কসমেটিকস লিমিটেডের খেলাপি ঋণ ৯৯ কোটি টাকা, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের খেলাপি ঋণ ৭৭ এবং অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের খেলাপি ঋণ ৬৯ কোটি টাকা।