Decision Maker

প্রস্তাবিত বাজেটের বিতর্কিত ইস্যু নিয়ে কমিশনের সঙ্গে স্টেকহোল্ডারদের জরুরি বৈঠক

প্রস্তাবিত বাজেটে (২০১৯-২০২০) শেয়ারবাজার প্রণোদনায় দুটি বিতর্কিত বিষয় নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে জরুরি বৈঠক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ( (ডিবিএ), ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন (ডিবিএ) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) প্রতিনিধিরা। স্টক ডিভিডেন্ডের ওপর ১৫ শতাংশ ট্যাক্সারোপ এবং পরিশোধিত মূলধনের ৫০ শতাংশের বেশি রিটেইনড আর্নিংস ও রিজার্ভ থাকলে তার ওপর ১৫ ট্যাক্সারোপের বিষয় দুটি ইতিমধ্যে বাজারে বেশ বিতর্কের জন্ম দিয়েছে। একটি পক্ষ বিষয় দুটি ইতিবাচকভাবে দেখলে অন্য পক্ষ দেখছে নেতিবাচকভাবে। আর এই মিশ্র প্রতিক্রিয়ায় সামগ্রিক বাজারে দরপতন চলছে। তাই এ বিষয়টি সমাধানের পথ বের করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে জরুরি বৈঠকে মিলিত হয়েছেন স্টেকহোল্ডাররা।

বৈঠকে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন জানিয়েছেন, পুঁজিবাজার উন্নয়নে সরকার আন্তরিক। পুঁজিবাজারের উন্নয়নের জন্য, বন্ড মার্কেটে উন্নত করার জন্য যেসকল জায়গা পুঁজিবাজারকে ক্ষতি করতে পারে অথবা পুঁজিবাজারের জন্য সমস্যাজনক মনে হয় সেসকল বিষয় নিয়ে কমিশন সরকারের সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করে বিষয়টি সমাধান করবে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর রিটেইন আর্নিংস ও রিজার্ভের ওপর ১৫ শতাংশ করারোপ করার প্রস্তাবের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অর্থমন্ত্রীর সাথেও বৈঠক করা হবে বলে জানান তিনি।

Exit mobile version