প্রতিবছর দুইবার ঘোষণা করা হয় মুদ্রানীতি। কিন্তু এখন থেকে বছরে একবারই মুদ্রানীতি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। আজ ২০১৯-২০ অর্থবছরের জন্য নিজের ব্যক্তিগত শেষ মুদ্রানীতি ঘোষণা কালে তিনি এ কথা জানান।
বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত মুদ্রানীতি ঘোষণাপত্র প্রকাশের প্রথমেই বিবি গভর্নর ফজলে কবির বলেন, এখন থেকে আমাদের মুদ্রানীতি ঘোষণাপত্র অর্থবছরের দুই অর্ধের জন্য দু’বারের বদলে অর্থবছরের শুরুতে সমগ্র বছরের জন্য একবার ঘোষণা করা হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। কারণ প্রথাগত অর্থবছরের শুরুতে একবারই সমগ্র বছরের জন্য মুদ্রানীতি কার্যক্রম প্রণয়ন করা হয় এবং মধ্যবর্তীকালে যে কোন সময়ে নীতি সুদহার ও নগদ জমার/তারল্যের বিধিবদ্ধ হারসমূহকে প্রয়োজন সাপেক্ষে বছরের দ্বিতীয়ার্ধ শুরুর অপেক্ষায় না থেকে তাৎক্ষণিকভাবেই পরিবর্তন এনে জনসমক্ষে জানানো হয়। সুতরাং অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য আলাদাভাবে মুদ্রানীতি ঘোষণার বিশেষ কোন তাৎপর্য বহন করে না।
বিবি গভর্নর আরো বলেন, প্রতি অর্থবছরের মুদ্রানীতিভংগী ও কর্মসূচী তৈরির আগে বিশেষ বিশেষজ্ঞ অভিজ্ঞ সূধীমহল এবং অর্থনৈতিক কর্মকান্ডের সাথে সংশ্লিষ্ট মহলগুলোর সাথে পরামর্শ সভাগুলো এখন থেকে আমরা অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকে রাজধানী ছাড়াও বিভাগীয় পর্যায়ে ব্যাপকতর পরিসরে আয়োজন করবো, যাতে মুদ্রানীতিভংগী ও মুদ্রানীতি কর্মসূচীর বিষয়ে দেশের সমগ্র জনগোষ্ঠির ধারণা ও প্রত্যাশার পূর্ণতর চিত্র পাওয়া সম্ভব হয়।