পুঁজিবাজারের বিবিধ খাতের তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ৩১ মার্চ,১৮ সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। মঙ্গলবার কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা শেষে এ ডিভিডেন্ড ঘোষণা দেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ২৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। আগের বছর একই সময় কোম্পানিটি ২০০ শতাংশ ক্যাশ ও ১০০ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদান করেছিল।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪৪.১৩ টাকা। আগের বছরের একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৩৮.৫৫ টাকা।

এছাড়া সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭৬.১৮ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ১৭ আগষ্ট সকাল ১০টায় রাজধানীর আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৫ জুন নির্ধারণ করা হয়েছে।