বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারী ওনার্স (বিও) হিসাবে রাইট শেয়ার পাঠিয়েছে পুজিঁবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সূত্রে জানা গেছে, কোম্পানিটির রাইট শেয়ার সিডিবিএলের মাধ্যমে ২১ আগস্ট শেয়ার হোল্ডারদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।
জানা যায়, আইপিডিসি ১আর:২ অনুপাতে অর্থাৎ দুইটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ারের মাধ্যমে ১১ কোটি ৭৮ লাখ ৬ হাজার ৮৪০টি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১৪১ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ৮০ টাকা উত্তোলন করে। এজন্য ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ২ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয় ১২ টাকা। আর গত ১০ জুলাই থেকে ৩১ জুলাই,২০১৯ পর্যন্ত বিনিয়োগকারীদের কাছ থেকে রাইটের জন্য আবেদন গ্রহণ করে।