পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি ওয়েল্ডিং ইলেকট্রডস লিমিটেড এবং মুন্নু জুট স্ট্যাফলার্সের শেয়ার যেন সোনার হরিণে পরিণত হয়েছে। বিক্রেতা সংকটে টানা হল্টেডে এ দুই কোম্পানির শেয়ার দর বেড়ে চলেছে। আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসেও এ দুই কোম্পানির শেয়ার হল্টেড হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার দর আজ ৯.৪৩ শতাংশ বা ১.৫০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৭.৪০ টাকায় লেনদেন হয়। কোম্পানিটির ৯ হাজার ১৩৩টি শেয়ার ২০ বার হাতবদল হয় যার বাজার মূল্য দাঁড়ায় ১ লাখ ৫৯ হাজার টাকা। অন্যদিকে মুন্নু জুট স্ট্যাফলার্সের শেয়ার দর আজ ৭.৪৯ শতাংশ বা ৬৩.৬০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৯১২.২০ টাকায় লেনদেন হয়। কোম্পানিটির ৪৮ হাজার ৪৭৩টি শেয়ার ১২৯৯ বার হাতবদল হয় যার বাজার মূল্য দাঁড়ায় ৪ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার টাকা।