Decision Maker

বিদেশীদের লেনদেন বেড়েছে ১৪ শতাংশ

চলতি মাসের প্রথমার্ধে (১-১৫ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশী বিনিয়োগকারীদের লেনদেন ১৪ শতাংশ বেড়েছে। আগের মাসের শেষার্ধের তুলনায় (১৬-৩০ জুন) এই লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, জুলাই মাসের প্রথমার্ধে বিদেশী বিনিয়োগকারীরা ৩১৩ কোটি ৯ লাখ ১০ হাজার শেয়ার ও ইউনিট ক্রয়-বিক্রয় করেছেন। যার পরিমাণ আগের মাসের শেষার্ধে ছিল ২৭৫ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকা। অর্থাৎ এক পক্ষের ব্যবধানে ডিএসইতে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেন ৩৭ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকা বা ১৩.৬৪ শতাংশ বেড়েছে।

Exit mobile version