শেয়ারহোল্ডারদেরকে ২০১৮-১৯ অর্থবছরের ব্যবসায় লভ্যাংশ দেওয়া নিয়ে বিপদের মুখে পড়তে যাচ্ছে উদ্যোক্তা/পরিচালকদের ৩০ শতাংশের কম শেয়ার ধারন করা কোম্পানিগুলো। এসব কোম্পানির বোনাস শেয়ার দেওয়ার সুযোগ না থাকায় নগদ লভ্যাংশ দিতে হবে। তবে এসব কোম্পানির নগদ লভ্যাংশ দেয়ার ইতিহাস খুব কম। আবার লভ্যাংশ না দিয়ে রিজার্ভ বাড়াতে গেলে ট্যাক্সের যাতাঁকলে পড়তে হবে।

গত ২১ মে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়েছে, স্বতন্ত্র পরিচালক ব্যতিত অন্যসব উদ্যোক্তা/পরিচালকেরা সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারন ছাড়া সংশ্লিষ্ট কোম্পানির বোনাস শেয়ার ইস্যুসহ কোনভাবে পরিশোধিত মূলধন বাড়ানো যাবে না। এক্ষেত্রে কোম্পানি রাইট শেয়ার, আরপিও, একত্রীকরণ করা যাবে না।

এদিকে গত ৩০ জুন শেয়ারবাজারে তালিকাভুক্ত কোন কোম্পানির নির্দিষ্ট বছরের মুনাফার ৭০ শতাংশের বেশি রিটেইন আর্নিংস, রিজার্ভ বা সারপ্লাস হিসাবে রাখলে, তার উপরে ১০ শতাংশ হারে কর দিতে হবে বলে সংশোধনী বাজেট পাশ করানো হয়। অর্থাৎ ৭০ শতাংশের বেশি রিজার্ভে রাখার ক্ষেত্রে, পুরো অংশের উপরে ১০ শতাংশ কর দিতে হবে।

বর্তমানে ৪৫টি কোম্পানিতে উদ্যোক্তা/পরিচালকদের শেয়ার ধারন ৩০ শতাংশের নিচে রয়েছে। এসব কোম্পানিগুলো আগামি বছর থেকে আর বোনাস শেয়ার দিতে পারবে না। পুরোটাই নগদ লভ্যাংশ দিতে হবে। আর লভ্যাংশ না দিয়ে রিজার্ভ বাড়াতে গেলে, ওই বছরের পুরো মুনাফার উপরে অতিরিক্ত ১০ শতাংশ হারে কর দিতে হবে। তবে এই উভয় সংকট থেকে মুক্তি পাবে শুধুমাত্র লোকসানি কোম্পানি। এসব কোম্পানি থেকে লভ্যাংশ না দিলেও রিজার্ভ বাড়বে না। যাতে অতিরিক্ত কর দেওয়ার বাধ্যবাধকতা থাকবে না।

৩০ শতাংশ শেয়ার ধারন না করা কোম্পানিগুলোর মধ্যে ২২টি গত বছর বোনাস শেয়ার দিয়েছিল। এসব কোম্পানির ২০১৮-১৯ অর্থবছরের ব্যবসায় বোনাস শেয়ার দেয়ার সুযোগ থাকছে না। তবে লভ্যাংশ ঘোষণার আগে উদ্যোক্তা/পরিচালকেরা ৩০ শতাংশ শেয়ার ধারনের শর্ত পরিপালনের মাধ্যমে সে সুযোগ গ্রহণ করতে পারবে।

নিম্নে উদ্যোক্তা/পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশের কম শেয়ার ধারন করা কোম্পানির তথ্য তুলে ধরা হল-

কোম্পানির নাম শেয়ার ধারন সর্বশেষ লভ্যাংশ
ফাইন ফুডস ৫.০৯ শতাংশ ৩% বোনাস
ইনটেক অনলাইন ৩.৯৭ শতাং ১১% বোনাস
ফ্যামিলিটেক্স ৪.০২ শতাংশ ৫% বোনাস
জেনারেশন নেক্সট ফ্যাশন ১৩.৮২ শতাংশ ১০% বোনাস
ফুয়াং সিরামিকস ৫.৩৩ শতাংশ ১০% বোনাস
ফুয়াং ফুড ৫.৩৬ শতাংশ ১০% বোনাস
সুহৃদ ইন্ডাস্ট্রিজ ৯.৯৯ শতাংশ ১০% বোনাস
একটিভ ফাইন ১২.০৪ শতাংশ ২০% বোনাস
বিডি থাই ২৮.২৩ শতাংশ ৭.৫% বোনাস
মেট্রো স্পিনিং ২৬.২০ শতাংশ ২% বোনাস
সেন্ট্রাল ফার্মা ২৫.৮৯ শতাংশ ৫% বোনাস
সালভো ক্যামিকেল ২২.১৪ শতাংশ ৫% বোনাস
ইস্টার্ন ক্যাবলস ১৭.৭৭ শতাংশ ১০% বোনাস
ফাস ফাইন্যান্স ১৩.০২ শতাংশ ১০% বোনাস
আলহাজ্ব টেক্সটাইল ১২.৭৮ শতাংশ ১০% বোনাস
অলিম্পিক এক্সেসরিজ ২০.৬৮ শতাংশ ১০% বোনাস
এপোলো ইস্পাত ২০.২৪ শতাংশ ৩% বোনাস
অগ্নি সিস্টেম ৯.৩৯ শতাংশ ৫% নগদ ও ৫% বোনাস
উত্তরা ব্যাংক ২০.৮৮ শতাংশ ২০% নগদ ও ২% বোনাস
কনফিডেন্স সিমেন্ট ২৯.৮৮ শতাংশ ১৫% নগদ ও ২০% বোনাস
বিডিকম ২৩.১০ শতাংশ ৭% নগদ ও ৫% বোনাস
বেক্সিমকো লিমিটেড ২০.১৫ শতাংশ ৫% নগদ ও ৫% বোনাস
ইউনাইটেড এয়ার ৪.১৬ শতাংশ ০০
ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক ২১.৬২ শতাংশ ০০
দুলামিয়া কটন ২১.০৪ শতাংশ ০০
সিএনএ টেক্সটাইল ২২.১৪ শতাংশ ০০
মিথুন নিটিং ১৭.২০ শতাংশ ০০
এমারেল্ড অয়েল ২৮.৪২ শতাংশ ০০
তাল্লু স্পিনিং ২৯.০৪ শতাংশ ০০
পিপলস লিজিং ২৩.২১ শতাংশ ০০
নর্দার্ণ জুট ১৫.২৭ শতাংশ ০০
ডেল্টা স্পিনার্স ১৮ শতাংশ বোর্ড মিটিং হয়নি
বে লিজিং ২৮.২৬ শতাংশ ১০% নগদ
ম্যাকসন্স স্পিনিং ২৮.৩৭ শতাংশ ৫% নগদ
আফতাব অটো ২৮.৪২ শতাংশ ১২% নগদ
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২৭.৭৭ শতাংশ ৪৮% নগদ
পপুলার লাইফ ইন্সুরেন্স ২৮.৯২ শতাংশ ৪০% নগদ
স্ট্যান্ডার্ড সিরামিকস ২৮.৫০ শতাংশ ২% নগদ
পিপলস ইন্সুরেন্স ১৭.৮৯ শতাংশ ১০% নগদ
ফার্মা এইডস ২৪.২২ শতাংশ ৫০% নগদ
কে অ্যান্ড কিউ ২৪.০৬ শতাংশ ৫% নগদ
মেঘনা লাইফ ১৮.০৭ শতাংশ ২০% নগদ
বেক্সিমকো ফার্মা ১৩.১৯ শতাংশ ১২.৫০% নগদ
বিজিআইসি ১৪.৮৯ শতাংশ ১০% নগদ
এপেক্স ফুটওয়্যার ১৯.৪২ শতাংশ ৫৫% নগদ