পুঁজিবাজারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের তালিকাভুক্ত ইস্টার্ণ লুব্রিকেন্টস ইএলবিএল ব্যবসায় বৈচিত্র আনার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ইতোমধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) থেকে ৩০০ মেট্রিক টন বিটুমিন বরাদ্দ পেয়েছে। কোম্পানিটি বরিশাল রোড বিভাগে বিতরণের জন্য এই বিটুমিন বরাদ্দ পেয়েছে।
কোম্পানিটি আশা করছে এই ব্যবসার মাধ্যমে বছরে প্রায় ৭ লাখ টাকা মুনাফা করা যাবে।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২.০৮ টাকা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ২৮.৪৩ টাকা।
আর ৩ মাসে প্রতি লোকসান হয়েছে ০.৯১ টাকা। গত বছরের একই সময়ে আয় ছিল ১৪.২৫ টাকা।
আলোচিত সময়ে কোম্পানির এনএভি হয়েছে ১৬১.৩৯ টাকা।