Decision Maker

ব্যাংক খাতের উত্থান-পতন-অপরিবর্তন সবই সমান

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংক খাতের সমান সংখ্যক কোম্পানির শেয়ার দর বেড়েছে, কমেছে এবং অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ৩০টি ব্যাংক লেনদেনে অংশ নিয়েছে। ব্যাংকগুলোর মধ্যে ১০টির বা ৩৩.৩৩ শতাংশের করে কোম্পানির শেয়ার দর বেড়েছে, কমেছে এবং অপরিবর্তিত রয়েছে।

ব্যাংকগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাৎ ০.৭০ টাকা বেড়েছে ব্র্যাক ব্যাংকের। এছাড়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ০.৬০ টাকা; সাউথইস্ট, এনসিসি ও মার্কেন্টাইল ব্যাংকের ০.৩০ টাকা করে; ইউনাইটেড কমার্শিয়াল, পূবালী ও সিটি ব্যাংকের ০.২০ টাকা করে এবং ন্যাশনাল ও ডাচ-বাংলা ব্যাংকের শেয়ার দর ০.১০ টাকা করে বেড়েছে।

আজ শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাৎ ০.৩০ টাকা করে কমেছে উত্তরা, রূপালী ও ইসলামী ব্যাংকের। এছাড়া ট্রাস্ট, স্যোসাল ইসলামী ও প্রিমিয়ার ব্যাংকের ০.২০ টাকা করে এবং আইএফআইসি, আইসিবি ইসলামিক, এবি ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ার দর ০.১০ টাকা করে কমেছে।

এদিন লেনদেন শেষে দেখা গেছে ১০টি ব্যাংকের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। ব্যাংকগুলো হলো : ব্যাংক এশিয়া, ঢাকা, ইস্টার্ন, এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, যমুনা, ওয়ান, প্রাইম, শাহজালাল ইসলামী ও স্ট্যান্ডার্ড ব্যাংক।

Exit mobile version