সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৯ টি কোম্পানির ২৫ কোটি ১৩ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি বিকন ফার্মাসিউটিক্যালসের  ১৬ কোটি ৫৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া ব্লক মার্কেটে পদ্মা অয়লের ৪ কোটি ৫০ লাখ, যমুনা ব্যাংকের ১ কোটি ৮৯ লাখ, ব্র্যাক ব্যাংকের ৯৩ লাখ ৩০ হাজার, গ্রামীণ ফোনের ৭১ লাখ ৪০ হাজার, লিন্ডে বিডির ১০ লাখ ৫২ হাজার, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ২৪ লাখ ৮৫ হাজার, এসকে ট্রিমসের ৫ লাখ ৩ হাজার এবং ইউনাইটেড পাওয়ারের ১৩ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।