ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ ১১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ২৬০টি শেয়ার ১৪ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৫ কোটি ২৮ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এক্সিম ব্যাংকের। ব্যাংকটির আজ ৯৩ লাখ ৮৭ হাজার ৪২৩টি শেয়ার লেনদেন হয়, যার বাজার দর ১২ কোটি ৭ লাখ ৪ হাজার টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ব্যাংকটির মোট ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যার বাজার দর ১০ কোটি ৫৩ লাখ টাকা। তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ২৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। ব্যাংকটির ২ লাখ ২০ হাজার ৫৮৭ টি শেয়ার লেনদেন হয়।

এছাড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫ লাখ ৯৮ হাজার টাকার, ডরিন পাওয়ারের ৮৩ লাখ ১০ হাজার টাকার, ফাইন ফুডসের ৫ লাখ ১৪ হাজার টাকার, ইন্দো-বাংলা ফার্মার ৫ লাখ ৩৮ হাজার টাকার, ইনটেকের ৭ লাখ ৬৭ হাজার টাকার, রেনউইক যজ্ঞেশ্বরের ৬ লাখ ১০ হাজার টাকার, এসএস স্টিলের ৭ লাখ ৬৮ হাজার টাকার এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২০ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।