আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৮.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৪৩১.৬০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৩২.০২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯০১.৬৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১০টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৪৮৪ কোটি ৮৯ লাখ ২২ হাজার টাকা।
ডিএসই থেকে প্রাপ্ত তথ্য মতে, আজ যেসব কোম্পানিতে আজ বিনিয়োগকারীদের বেশি আগ্রহ দেখা গেছে সেগুলো নিম্নে বর্ননা করা হলো:
পেইড আপ ক্যাপিটাল বিবেচনায় : আজ বাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানির পরিশোধিত মূলধন ১০-৩০ কোটি টাকা সেগুলোতে বিনিয়োগকারীদের আগ্রহ বেশি দেখা গেছে। তালিকাভুক্ত ৩২টি কোম্পানির পরিশোধিত মূলধন ১০ কোটির নিচে রয়েছে। এই ৩২ কোম্পানির মধ্যে ২১টির দর বেড়েছে বা ৬৫.৬৩ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এছাড়া ১০ থেকে ৩০ কোটি টাকা পরিশোধিত মূলধনী কোম্পানির সংখ্যা ৩৬টি। এর মধ্যে দর বেড়েছে ২৮টি কোম্পানির বা ৭৭.৭৭ শতাংশ। ৩০ থেকে ৫০ কোটি টাকা পরিশোধিত মূলধনী ৪৬ কোম্পানির মধ্যে দর বেড়েছে ২২টির বা ৪৭.৮৩ শতাংশ। ৫০ থেকে ১০০ কোটি টাকা মূলধনের ৭৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫১টির বা ৬৮.৯২ শতাংশ। ১০০ থেকে ২০০ কোটি টাকা পরিশোধিত মূলধনের ৭৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪৬টির বা ৫৯.৭৪ শতাংশ। এছাড়া ২০০ কোটির ওপরে পরিশোধিত মূলধনের ৮১টি কোম্পানি রয়েছে যার মধ্যে ৩৬টি কোম্পানির বা ৪৪.৪৪ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।
পি/ই রেশিও বিবেচনায় : আজ যেসব কোম্পানির পিই রেশিও ২০ থেকে ৪০ এর মধ্যে সেগুলোতে বিনিয়োগকারীদের আগ্রহ বেশি দেখা গেছে। সিঙ্গেল ডিজিটের বা ১০ পর্যন্ত পিই রেশিও সম্পন্ন ৮৪ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩৫টির। ১০-২০ পর্যন্ত পিই রেশিও সম্পন্ন কোম্পানির সংখ্যা বাজারে মোট ১১০টি। এর মধ্যে দর বেড়েছে ৭১টির। ২০-৪০ পর্যন্ত পিই রেশিও সম্পন্ন ৬২ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫১টির। ৪০-১০০ পর্যন্ত পিই রেশিও সম্পন্ন ২৭ কোম্পানির মধ্যে ১৯টির শেয়ার দর বেড়েছে। এছাড়া ১০০ এর ওপরে ৫৮টি কোম্পানির পিই রেশিও রয়েছে যার মধ্যে ২৭টির শেয়ার দর বেড়েছে।
শেয়ার দর বিবেচনায় : আজ যেসব কোম্পানির শেয়ার দর ২০০ টাকার ওপরে রয়েছে সেগুলোতে বিনিয়োগকারীদের আগ্রহ বেশি দেখা গেছে। ফেসভ্যালুর নিচে বা ১০ টাকা পর্যন্ত শেয়ার দর এমন কোম্পানির সংখ্যা ৫৩টি যার মধ্যে ২২টির দর বেড়েছে। শেয়ার দর ১০ থেকে ২০ টাকা এমন কোম্পানির সংখ্যা ৭৩টি যার মধ্যে ৪০টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। শেয়ার দর ২০-৩০ টাকা এমন কোম্পানির সংখ্যা ৫৮টি যার মধ্যে ৩৩টির দর বেড়েছে। শেয়ার দর ৩০-৫০ টাকা এমন কোম্পানির সংখ্যা ৫৫টি যার মধ্যে ৩৬টির দর বেড়েছে। শেয়ার দর ৫০-১০০ টাকা এমন কোম্পানির সংখ্যা ৪৫টি যার মধ্যে ৩০টির দর বেড়েছে। শেয়ার দর ১০০-২০০ টাকা এমন কোম্পানির সংখ্যা ২২টি যার মধ্যে ১৫টির দর বেড়েছে। শেয়ার দর ২০০ টাকার ওপরে এমন কোম্পানির সংখ্যা ৪৬টি যার মধ্যে ৩৩টির দর বেড়েছে।
পাবলিক শেয়ার হোল্ডিং বিবেচনায় : যেসব কোম্পানির মোট শেয়ারের ৪০-৫০ শতাংশ পর্যন্ত সাধারণ পাবলিকের কাছে রয়েছে সেগুলোতে আজ বিনিয়োগকারীদের আগ্রহ বেশি দেখা গেছে। ২০ শতাংশ পর্যন্ত পাবলিক হোল্ডিংয়ের কোম্পানির সংখ্যা ৮০টি যার মধ্যে ৪৯টির দর বেড়েছে। ২০-৩০ শতাংশ পর্যন্ত পাবলিক হোল্ডিংয়ের কোম্পানির সংখ্যা ৫২টি যার মধ্যে ৩৩টির দর বেড়েছে। ৩০-৪০ শতাংশ পর্যন্ত পাবলিক হোল্ডিংয়ের কোম্পানির সংখ্যা ৬৭টি যার মধ্যে ৩২টির দর বেড়েছে। ৪০-৫০ শতাংশ পর্যন্ত পাবলিক হোল্ডিংয়ের কোম্পানির সংখ্যা ৭২টি যার মধ্যে ৪৬টির দর বেড়েছে। এছাড়া পাবলিকের হাতে ৫০ শতাংশের ওপরে রয়েছে এমন কোম্পানির সংখ্যা ৮০টি যার মধ্যে ৪৮টির শেয়ার দর বেড়েছে।
ইন্সটিটিউশনের শেয়ার হোল্ডিং বিবেচনায় :
এদিকে যেসব কোম্পানির মোট শেয়ারের ৩০-৪০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে সেগুলোতে আজ বিনিয়োগকারীদের আগ্রহ বেশি দেখা গেছে। ১০ শতাংশ পর্যন্ত ইন্সটিটিউট হোল্ডিংয়ের কোম্পানির সংখ্যা ৭০টি যার মধ্যে ৪২টির দর বেড়েছে। ১০-১৫ শতাংশ পর্যন্ত ইন্সটিটিউট হোল্ডিংয়ের কোম্পানির সংখ্যা ৫১টি যার মধ্যে ২৯টির দর বেড়েছে। ১৫-২০ শতাংশ পর্যন্ত ইন্সটিটিউট হোল্ডিংয়ের কোম্পানির সংখ্যা ৭২টি যার মধ্যে ৪৪টির দর বেড়েছে। ২০-৩০ শতাংশ পর্যন্ত ইন্সটিটিউট হোল্ডিংয়ের কোম্পানির সংখ্যা ৮১টি যার মধ্যে ৫০টির দর বেড়েছে।৩০-৪০ শতাংশ পর্যন্ত ইন্সটিটিউট হোল্ডিংয়ের কোম্পানির সংখ্যা ৩৩টি যার মধ্যে ২৩টির দর বেড়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৪০ শতাংশের ওপরে রয়েছে এমন কোম্পানির সংখ্যা ৪০টি যার মধ্যে ১৭টির শেয়ার দর বেড়েছে।