উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি লিবরা ইনফিউশন লিমিটেড।

কোম্পানি সূত্রে জানা গেছে, আল আরাফা ইসলামি ব্যাংক ঋণপত্র বা এলসি (Letter of credit-LC) বন্ধ করে দেয়ায় কাঁচামালের অভাবে লিবরা ইনফিউশন ডায়রিয়া ও ডেঙ্গু’র চিকিৎসায় ব্যবহৃত এবং কোম্পানির মূল পণ্য স্যালাইন উৎপাদন বন্ধ রেখেছে। আর লিবরা ইউনিট-২ এ বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়ে আল আরাফাহ্ ব্যাংক কোনো বিনিয়োগ করেনি। ব্যাংকটি নানা টালবাহানা করে লিবরা ইনফিউশনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ তাদের।

জানা যায়, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ইতিমধ্যে কোম্পানিটির সকল প্রকার কাঁচামাল, যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানী এলসি (ঋণপত্র) খুলতে অপারগতা জানিয়েছে। সেই কারণে ডেঙ্গু ও ডায়রিয়া রোগের জীবনরক্ষাকারী স্যালাইন উৎপাদন বন্ধ হয়ে গেছে।

কোম্পানি কর্তৃপক্ষ বলছে, লিবরা ইনফিউশন লিমিটেডের ইউনিট-২ এ বিনিয়োগের প্রতিশ্রুতি থাকলেও অদ্যবধি বিনিয়োগ না করে টালবাহানা ও কালক্ষেপন করে এই কোম্পানিটিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আল-আরাফাহ্ ব্যাংক। এদিকে, কোম্পানিটিকে ডেঙ্গু ও ডায়রিয়ার স্যালাইন উৎপাদনের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কঠোরভাবে মনিটরিং ও তদারকী করা হচ্ছে এবং সরবরাহের ব্যাপারে কোম্পানিকে প্রচন্ড তাগিদ দিচ্ছে। কিন্তু আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সিদ্ধান্তের কারণে কোম্পানির স্যালাইন উৎপাদন বন্ধ রয়েছে।

প্রাপ্ত তথ্য মতে, আল-আরাফাহ ইসলামী ব্যাংক কোম্পানিটির সমস্ত ব্যাংকিং সুবিধা চার বছর ধরে বন্ধ করে রাখে। পরে দুই পক্ষের সমঝোতার মাধ্যমে অমীমাংসিত ব্যাংকিং সুবিধা সমূহ গত ১২ আগস্ট ২০১৮ তারিখে আপোষনামা তে ইউনিট-২ তে পুন:বিনিয়োগ উল্লেখ করে সমাধান হয়। অদ্যবধি পূন: বিনিয়োগের ব্যবস্থা না করে ব্যাংকটি গত ২ মে ২০১৯ তারিখের একটি পত্রে “Pari-passu charge প্রদানে অনাপত্তি প্রদান করা যেতে পারে” বলে উল্লেখ করে। পরে ব্যাংকটি গত ২২ জুলাই ২০১৯ তারিখে একটি পত্রে পরিপূর্ণ Pari-passu দিতে অস্বীকৃতি জানিয়ে Renewal দেয়। যেটার পরিপ্রেক্ষিতে কোম্পানিটি Renewal অনুমোদনে অস্বীকৃতি জানায়। তাই ব্যাংকটি কোম্পানিটির এলসি সুবিধা বন্ধ করে দেয়। উল্লেখিত আপোষনামা অনুযায়ী ব্যাংক পূন:বিনিয়োগ না করে এবং পরে Pari-passu দিতে স্বীকার করা স্বত্তেও এখন পরিপূর্ণ Pari-passu দিতে অস্বীকৃতি জানিয়ে ব্যাংক Renewal দেয়। যার কারণে কোম্পানির ব্যাংকের পূন:তফসিলকৃত দায়দেনা পরিশোধ করা অসম্ভব এবং যা Going concern threat এর সামিল।