Decision Maker

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই ) লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার লেনদেন হয় ২৫৩ টাকা ২০ পয়সায়। আর লেনদেন হয় মোট ১৪ কোটি ১৭ লাখ টাকা। মোট হাতবদল হয়েছে ৫ লাখ ৫৯ হাজার ৩৮০ টি শেয়ার।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা সিলকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের আজ লেনদেন হয় ৩৯ লাখ ৬২ হাজার ৪৪৭ টি শেয়ার। আর লেনদেন ছাড়ায় ১৩ কোটি ৬৭ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইল লিমিটেডের আজ লেনদেন ছাড়ায় ১০ কোটি ৭৬ লাখ টাকা। মোট লেনদেন হয় ১১ লাখ ২০ হাজার ৮৬৩ টি শেয়ার।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে: ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিইশন লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিকন ফার্মাসিউটিক্যাল, মুন্নু সিরামিকস, এসএস স্টিল মিলস,ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল, এজএমআই সিরিঞ্জ এন্ড মেডিক্যাল ডিভাইসেস,এডভেন্ট ফার্মা, ওরিয়ন ইনফিউশন,ওয়াটা কেমিক্যাল, ফরচুন সুজ, বিবিএস কেবলস, ন্যাশনাল পলিমার, জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড, বঙ্গজ, ভিএফএস থ্রেড, মুন্নু জুট স্টাফলার লিমিটেড।

Exit mobile version