তিনদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ২২৫ পয়েন্ট বাড়ার পর ছয় কার্যদিবস ধরে নিম্নমুখী প্রবণতায় রয়েছে দেশের শেয়ারবাজার। গতকাল সূচক কমার পাশাপাশি লেনদেনেও ছিল মন্দাভাব।
স্টক ব্রোকার, বিনিয়োগকারী ও বিশ্লেষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারল্য সংকটে থাকা পুঁজিবাজারকে সাপোর্ট দিতে বিভিন্ন উদ্যোগ ও আশ্বাসের পর গত মাসের শেষ কার্যদিবসে সূচক বাড়তে শুরু করেছিল দেশের দুই স্টক এক্সচেঞ্জে। তবে বাজার পর্যন্ত তহবিল আসার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় সূচকের উত্থান টেকসই হয়নি। নতুন করে বিক্রয়চাপ শুরুর ষষ্ঠ দিনে গতকাল দশমিক ৫ শতাংশ কমে ৫ হাজার ২৪৭ পয়েন্টে নেমে এসেছে ডিএসইএক্স। শরিয়াহ সূচক ডিএসইএস দশমিক ৭১ ও ব্লু-চিপ সূচক ডিএস ৩০ আগের দিনের চেয়ে দশমিক ৫৫ শতাংশ কমেছে।
গতকাল ঢাকার শেয়ারবাজারে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ২১১টির ও অপরিবর্তিত ছিল ৪৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের। স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১৫ শতাংশ কমে ৩০৫ কোটি টাকায় নেমে এসেছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ব্রড ইনডেক্স দশমিক ৭২ শতাংশ কমে ৯ হাজার ৭২১ পয়েন্টে নেমে এসেছে। দশমিক ৬ শতাংশ কমেছে সেখানকার ব্লু-চিপ সূচক সিএসই ৩০। চট্টগ্রামে কেনাবেচা ২২ কোটি ৮৫ লাখ থেকে ১৫ কোটি ৮৫ লাখ টাকায় নেমে এসেছে।
খাতভিত্তিক চিত্র পর্যালোচনায় দেখা যায়, সিমেন্ট, বিদ্যুৎ-জ্বালানি ও সাধারণ বীমা ছাড়া গতকাল সব খাতের বাজার মূলধন কমেছে। ভ্রমণ ও অবকাশ, কাগজ ও মুদ্রণ, বিবিধ, বস্ত্র, টেলিযোগাযোগ ও এনবিএফআই খাতের বাজার মূলধন কমেছে ১ শতাংশের বেশি।
একক কোম্পানি হিসেবে লেনদেন তালিকায় (টাকায়) সবার উপরে ছিল যথাক্রমে ফরচুন সুজ, ওইমেক্স ইলেকট্রোড, এসকোয়্যার নিট কম্পোজিট, ডেসকো লিমিটেড, ইন্দো-বাংলা ফার্মা, পাওয়ার গ্রিড, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, যমুনা ব্যাংক ও মুন্নু সিরামিক।
দরবৃদ্ধির শীর্ষে ছিল ইস্টার্ন কেবলস, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, স্ট্যান্ডার্ড ব্যাংক, আইসিবি তৃতীয় এনআরবি মিউচুয়াল ফান্ড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, মতিন স্পিনিং, ঢাকা ব্যাংক লিমিটেড, ড্যাফোডিল কম্পিউটার ও বিডি ল্যাম্পস।
অন্যদিকে দর সবচেয়ে বেশি কমেছে যথাক্রমে ভ্যানগার্ড এএমএল বিডি মিউচুয়াল ফান্ড ওয়ান, সিএনএ টেক্স, সিটি ব্যাংক, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড, এফএএস ফিন্যান্স, এফবিএফআইএফ, আমান কটন, এসকোয়্যার নিট কম্পোজিট ও মেঘনা পেট শেয়ারের।