আজ সন্ধায় স্টেইকহোল্ডারদের নিয়ে জরুরি বৈঠকে বসছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সন্ধায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
জানা গেছে,পুঁজিবাজারের ধারাবাহীক দরপতন ঠেকাতে করনীয় ঠিক করতেই এ বৈঠক হবে। বৈঠকে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জর প্রতিনিধি, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের (বিএমবিএ), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। আজকের বৈঠকে পুঁজিবাজারের সংকট উত্তোরণে করণীয় বিষয় নিয়ে আলোচনা এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।