পুঁজিবাজারের তালিকাভুক্ত ৩ কোম্পানি ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-একমি ল্যাবরেটরিজ, বাংলাদেশ ল্যাম্পস ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড।

একমি ল্যাবরেটরিজ: একমি ল্যাবরেটরিজ লিমিটেড ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৮১ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৮৬.৬৯ টাকা।

আগামী ১২ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভার (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর।

বাংলাদেশ ল্যাম্পস: বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদানের ঘোষণা দিয়েছে।

সূত্র মতে, সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩.১২ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৪.৩১ টাকা। ৩০ জুন, ১৯ শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯২.৩৪ টাকা।

আগামী ৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ নভেম্বর।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি: বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৫৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ০.৪৪ টাকা। এ কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৮.৭৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে এনএভিপিএস ছিল ৩৫.৬৮ টাকা।

৩০ জুন সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৭.৩০ টাকা। গত অর্থবছরের একই সময়ে এনওসিএফপিএস ছিল ৪.০৭ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ নভেম্বর, সকাল ১১ টায়, মুক্তিযুদ্ধো স্মৃতি মিলনায়োটন গ্যালারী, আইডিইবি ভবন, কাকড়াইল, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।