সপ্তাহ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহে টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে অগ্রনী ইন্স্যুরেন্স। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর কমেছে ১৮ দশমিক ৬ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ২৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩ কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯৯ লাখ ৯০ হাজার ৭৫০ টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে বাটা সু। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর কমেছে ১৬ দশমিক ৭৩ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৯৬৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৭ কোটি ৬৯ লাখ ৮৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৯২ লাখ ৪৫ হাজার ৭৫০ টাকা।

মালেক স্পিনিং লুজারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর কমেছে ১৫ দশমিক ১৪ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ১৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ২ কোটি ২৯ লাখ ৭২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫৭ লাখ ৪৩ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক, সাভার রিফ্র্যাক্টরিজ, এসিআই, বার্জার পেইন্টস, বিডি ল্যাম্পস, রূপালী ব্যাংক ও সোনার বাংলা ইন্স্যুরেন্স।