সপ্তাহ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৮ কোটি ৬৩ লাখ ৪১ হাজার শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৭৯ কোটি ৮৬ লাখ ৩৯ হাজার ৭১৮ টাকা। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। কোম্পানিটির ৭০ কোটি ১২ লাখ ৮০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭১ কোটি ৪৪ লাখ ৪৪ হাজার ৮৫৪ টাকা।
এসকে ট্রিমস তালিকার তৃতীয় স্থানে রয়েছে । কোম্পানিটির ৫৫ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৬ কোটি ৬৬ লাখ ১৯ হাজার ৭২২ টাকা।
তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার। কোম্পানিটির ৩৩ কোটি ৭৮ লাখ ১৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৩ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ৪৫২ টাকা।
আইএফআইসি ব্যাংক তালিকার পঞ্চম স্থানে রয়েছে । কোম্পানিটির ৩২ কোটি ২১ লাখ ৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৩ কোটি ৬৭ লাখ ৮৮ হাজার ৭২৩ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন কেবলস, মুন্নু সিরামিক, ডরিন পাওয়ার, পাওয়ার গ্রীড ও প্রাইম ফিন্যান্স।