Decision Maker

সাপ্তাহিক দর পতনের শীর্ষে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির দর কমেছে ১৫ দশমিক ৫ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ১৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৪৩ লাখ ৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ লাখ ৬১ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে থাকা আইএফআই এল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড-১ ফান্ডটির দর কমেছে ১০ দশমিক ৬১ শতাংশ। ফান্ডটি সর্বশেষ ৬ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে ফান্ডটি সর্বমোট ৩৬ লাখ ১৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ লাখ ২২ হাজার ৮০০ টাকা।

তৃতীয় স্থানে থাকা তাল্লু স্পিনিং মিলসের দর কমেছে ১০ দশমিক ৪২ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৯ লাখ ৫৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ লাখ ৯১ হাজার ২০০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৬৮ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ৬৮ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৯ দশমিক ৬৬ শতাংশ, রূপালী লাইফের ৯ দশমিক ২৮ শতাংশ, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান:স্কিম’র ৯ দশমিক ২৬ শতাংশ, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক শূন্য ৯ শতাংশ এবং মিথুন নিটিংয়ের ৯ দশমিক শূন্য ২ শতাংশ দাম কমেছে।

Exit mobile version