Decision Maker

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে আধিপত্য করেছে মিউচ্যুয়াল ফান্ড। দর বৃদ্ধির শীর্ষের দশটি স্থানের মধ্যে আটটি স্থানই তাদের দখলে। সবার শীর্ষে উঠে এসেছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির দর বেড়েছে ৫১ দশমিক ৪৩ শতাংশ। সপ্তাহজুড়ে ফান্ডটি সর্বমোট ১০ কোটি ৮২ লাখ ৮৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ১৬ লাখ ৫৭ হাজার ৬০০ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১ এর দর বেড়েছে ৪২ দশমিক ৮৬ শতাংশ। সপ্তাহজুড়ে ফান্ডটি সর্বমোট ২ কোটি ৬৭ লাখ ১৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫৩ লাখ ৪২ হাজার ৬০০ টাকা।

তৃতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিকের দর বেড়েছে ২৮ দশমিক ৫৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩০ কোটি ৪২ লাখ ৪৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৮ লাখ ৪৯ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ২১ দশমিক ২৫ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ২০ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্সের ১৯ দশমিক ৬৭ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডের ১৭ দশমিক ৩৩ শতাংশ, ইনটেক লিমিটেডের ১৭ দশমিক শূন্য ৭ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ১৫ দশমিক ৯২ শতাংশ এবং প্রিমিয়ার ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ১৫ দশমিক শূন্য ৯ শতাংশ দাম বেড়েছে।

Exit mobile version