Decision Maker

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফরচুন সুজ

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি ফরচুন সুজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৮ লাখ ৫২ হাজার ৫৭৪টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৮২ কোটি ৩ লাখ ১৪ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার। কোম্পানিটির ১৮ লাখ ১৯ হাজার ৯৩৭ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৯ কোটি ৩৯ লাখ ৮১ হাজার টাকা।

স্কয়ার ফার্মা তালিকার তৃতীয় স্থানে রয়েছে । কোম্পানিটির ২০ লাখ ৭১ হাজার ১৭৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫১ কোটি ৮৭ লাখ ৯৩ হাজার টাকা।

তালিকার চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির ৮১ লাখ ১৫ হাজার ৮৯৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪১ কোটি ৯৬ লাখ ৯ হাজার টাকা।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স তালিকার পঞ্চম স্থানে রয়েছে । কোম্পানিটির ১৫ লাখ ৩৪ হাজার ২১৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪১ কোটি ২০ লাখ ৫১ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিকন ফার্মাসিউটিক্যালস, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, সী পার্ল বিচ, মুন্নু সিরামিক ও ফেডারেল ইন্স্যুরেন্স।

Exit mobile version