ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭২ লাখ ২৫ হাজার ৬৩০টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ১২০ কোটি ৮৩ লাখ ৫৩ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা মুন্নু জুট স্ট্যাফলার্সের ৪ লাখ ৯০ হাজার ৫০০ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৬ কোটি ৮৩ লাখ ৮৩ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা জেমআই সিরিঞ্জের ১১ লাখ ৩৯ হাজার ৩৫৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫২ কোটি ৩৪ লাখ ৯৩ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-স্কয়ার ফার্মাসিউটিক্যালস, লিগ্যাসি ফুটওয়্যার, স্ট্যাইল ক্রাফট, বিকন ফার্মাসিউটিক্যালস, ফরচুন সুজ, মুন্নু সিরামিক ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো।