দেশের শিল্প খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭টি প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচারককে “বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ” ব্যক্তি হিসেবে (সিআইপি-শিল্প) নির্বাচিত করেছে সরকার। ২০১৭ সালের জন্য মনোনীত এসব সিআইপিরা এক বছরের জন্য পরিচয়পত্র পাবেন, যা দিয়ে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা নিতে পারবেন।
তারা হলেন- বিএসআরএম স্টীলের চেয়ারম্যান আলী হোসাইন আকবর, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইস লিমিটেডের পরিচালক মো. আবদুর রাজ্জাক, আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এ কে একরামুজ্জামান, বিবিএস ক্যাবলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবু নোমান হাওলাদার, বসুন্ধরা পেপার মিলসের পরিচালক সাফওয়ান সোবহান, মীর আক্তার হোসেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির হোসেন ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রিয়াদ আলী
শিল্প মন্ত্রণালয় থেকে গত ২৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে সিআইপিদের নাম জানিয়ে দেয়া হয়েছে।
সিআইপিরা কার্ড পাওয়ার পর থেকে এক বছরের জন্য ব্যবসাসংক্রান্ত ভ্রমণের সময় বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণের অগ্রাধিকার পাবেন তারা। সহজে ভিসা পাওয়ার জন্য তাদের অনুকূলে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট দূতাবাসকে “লেটার অব ইন্ট্রোডাকশন” দেবে। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুবিধা এবং সচিবালয়ে প্রবেশের পাস পাবেন তারা।
সরকারি হাসপাতালে স্ত্রী, সন্তান ও নিজের চিকিৎসা সেবা গ্রহণে অগ্রাধিকার পাবেন। এছাড়া সরকার শিল্পবিষয়ক নীতিনির্ধারণী কোনো কমিটিতে সিআইপিদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে। এ ছাড়া বিদেশে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকের সুযোগ পাবেন সরকারি নীতিনির্ধারকদের সঙ্গে।