সারা বিশ্বের শ্রেষ্ঠ ধনীদের মধ্যে (ফোর্বস ৪০০) ৬০তম ধনী হচ্ছেন হাঙ্গেরিয়ান জর্জ সরোস। ১৯৯২ সালে বৃটিশ পাউন্ড নিয়ে  একদিনের ব্যবসায় তিনি ১ বিলিয়ন ডলার মুনাফা করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দেন। এ কারণে তিনি “the man who broke the Bank of England.” খ্যাতিতে ভূষিত। ১৯৯২ সালে দ্য ব্যাংক অব ইংল্যান্ডকে দেউলিয়া করার প্রধান কারণ ছিলেন জর্জ সরোস। বলা হয়ে যাকে, আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে সরিয়ে সেখানে বারাক ওবামাকে নির্বাচিত করার পেছনে তারই হাত ছিলো। বিশ্বখ্যাত বিনিয়োগকারী এবং মুদ্রা ব্যবসায়ী হিসেবে জর্জ সরোস অত্যন্ত পরিচিত নাম।

 জর্জ সরোসের বাণী:

০১। আমি ধনী হতে পেরেছি কারণ আমি জানি কখন আমি ভুল। আমি সাধারণত আমার ভুল চিহ্নিত করার মাধ্যমেই টিকে থাকি। যখনই আমি ভুলের মধ্যে থাকি তখনই পিঠ ব্যাথায় ভুগি। আপনি যখনই বুঝবেন আপনি ভুল, তখনই আপনাকে ফাইট করতে হবে। একবার যখন ভুল থেকে বের হয়ে আসবেন তখনই দেখবেন পিঠ ব্যাথা সরে গেছে।

০২। স্টক মার্কেটের বাবল বা ঊর্ধ্বগতি কখনোই হঠাৎ বা অপ্রত্যাশিতভাবে তৈরি হয় না। বাস্তবতার নিরিখেই তা তৈরি হয়। কিন্তু ভুল ধারণায় সে বাস্তবতা বিকৃত হয়।

০৩। ফাইন্যান্সিয়াল মার্কেট সাধারণত অনিশ্চিত হয়ে থাকে। তাই এখানে বিনিয়োগকারীর বিভিন্ন পরিস্থিতিতে আইডিয়া বের করার যোগ্যতা থাকা লাগে।

০৪। ব্যবসায়ী হওয়ার আগে আমি একজন মানুষ।

০৫। ফাইন্যান্সিয়াল মার্কেটের বাস্তবতা হচ্ছে এটি নিজে নিজেই অস্থিতিশীল হয়ে যায়। মাঝে মধ্যে এটি ভারসাম্য হারিয়ে ফেলে কিন্তু সবসময় ভারসাম্যের মধ্যেই থাকে।

০৬। যে রিসোর্স বিদ্যমান নেই তা ডেভেলপ করার চেয়ে বিদ্যমান রিসোর্স ব্যবহার করাই অধিকতর উত্তম।