সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন এদিন লেনদেনের শুরু উত্থান থাকলেও কিছুক্ষণ পর সৃষ্ট বিক্রয় চাপে নামতে থাকে সূচক মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচক কিছুটা বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২০৫ কোটি টাকা বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থা যে ধীরে ধীরে ফিরছে, তা বোঝা যাচ্ছে বর্তমান বাজারের গতিবিধি দেখে কিছুদিন আগেই ছিল টানা পতন যার ধারা যেন শেষ ছিল না সূচক একেবারে তলানিতে ঠেকার পর ঘুরে দাঁড়িয়েছে ফলে বাজারের আচরণে পরিবর্তন লক্ষ করা যাচ্ছে অর্থাৎ সূচক দুএকদিন ঊর্ধ্বমুখী হলেই আবার সংশোধন হচ্ছে পরবর্তীতে সংশোধন শেষে আবার উত্থানে ফিরে এতে বাজার যে স্থিতিশীলতার দিকে এগুচ্ছে তারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলেও মনে করছেন তারা

এদিকে, আজকের দুপুরের বাজার বিশ্লেষণে দেখা গেছে, দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫২২৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২০৪ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক .৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৪৬ পয়েন্টে। সময় লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪১টির, দর কমেছে ১৪২টির এবং দর পরিবর্তীত রয়েছে ৬৩টির। সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২০৫ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা

এর আগের কার্যদিবস একই সময় ডিএসইর ব্রড ইনডেক্স ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫২৩৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক পয়েন্ট বেড়ে অবস্থান করে ১২০৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৮৪৮ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ২০১ কোটি টাকা

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে হাজার ৭৪৮ পয়েন্টে। সময় লেনদেন হওয়া ১৬৯টি কোম্পানি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০টির, দর কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে কোটি ৯৩ লাখ ৮৪ হাজার টাকা