Decision Maker

স্বামীকে শেয়ার উপহার দেবেন প্রিমিয়ার লিজিংয়ের পরিচালক

প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেডের অন্যতম পরিচালক ব্যারিস্টার মেহনাজ মান্নান তার হাতে থাকা কোম্পানির ৫৬ লাখ ৯৫ হাজার ২৭৭টি শেয়ারের মধ্যে ২৪ লাখ ৬৯ হাজার ৪৪৭টি শেয়ার তার স্বামী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমকে উপহার হিসেবে প্রদান করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করবেন তিনি।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে প্রিমিয়ার লিজিং। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১২ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর সম্মিলিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৬ টাকা ২৮ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৬ টাকা ৯৮ পয়সা।

Exit mobile version